f
বিএনপিরাজনীতি

‘যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবেঃ তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, জনগণের সমর্থন অর্জন করতে সক্ষম হবো। দল পুনর্গঠন করার পর আমরা রাষ্ট্রেরও পুনর্গঠন ও মেরামত করবো এবং ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘যারা মেধাবী, পরিশ্রমী, সততা ও আদর্শে বিশ্বাসী, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এসব মানুষকে একত্রিত করে দলের সঙ্গে আরও সংযুক্ত করতে হবে।’

তারেক রহমান উল্লেখ করেন, ‘শুভাকাঙ্ক্ষীকে সমর্থক, সমর্থককে কর্মী এবং কর্মীকে নেতা বানানো আমাদের লক্ষ্য। আমরা সেরকম ভালো, প্রোডাক্টিভ এবং কার্যকরী মানুষ চাই যারা দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে পারবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার সরকার দেশের বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশের অবস্থা পুনর্গঠন করতে হলে আমাদের সেই ধ্বংসযজ্ঞের শিকার মানুষদের কাছ থেকে সেরা এবং দক্ষ লোকজন বের করে আনতে হবে।’

আজ বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘সদস্যপদ নবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এটি চলমান প্রক্রিয়া। সদস্যরা নিজেদের সদস্যপদ নবায়ন করবেন এবং এটি সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যকর হবে।’

Back to top button