নগর ডেস্কঃ রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার রাত ৯টার দিকে এসব অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাতে রাজধানীর মিরপুরের সেনপাড়ায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহুর্তের পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে, গুলিস্তান হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার পাশে একটি বাসে আগুন দেয়া হয়। স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও ধানমন্ডির শেখ জামাল খেলার মাঠের পাশে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।