রাজশাহীর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদাকে অযোগ্য বলে আখ্যায়িত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। একই সাথে তিনি পুলিশ সুপারকে অনুরোধ করেছেন ওসিকে প্রত্যাহার করার জন্য।
বুধবার বিকেলে দুর্গাপুর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি কর্মী মকবুল হোসেনের জানাজা নামাজে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন আবু সাঈদ চাঁদ। তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে তার বক্তব্য কোড করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
আবু সাঈদ চাঁদ বলেন, "এই এলাকায় চাঁদাবাজি, মারধোর ও হামলার ঘটনা ঘটেছে। সব ঘটনার সাথে আব্দুল আহাদ নামের এক যুবক জড়িত। আমি ওসিকে আহাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলাম, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মকবুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করেননি। এই ওসি একজন অযোগ্য। আমি এসপি’র কাছে অনুরোধ করছি, দ্রুত এই ওসিকে প্রত্যাহার করা হোক। আমরা এমন ওসিকে আর থানায় দেখতে চাই না।"
মকবুল হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী আসমা বেগম দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জন এজাহার নামীয় আসামি ছাড়াও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, "মামলা দায়ের হয়েছে, তাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
ওসি দুরুল হোদার অপসারণ প্রসঙ্গে আবু সাঈদ চাঁদের বক্তব্যের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মন্তব্য করতে রাজি হননি।