"জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার" এই স্লোগানকে সামনে রেখে যোগদান ও লিফলেট বিতরন কর্মসূচি পালন করেছে সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গঠিত ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখা। বুধবার দুপুরে জেলা জজ কোর্ট এলাকায় এই কর্মসূচী পালন করা হয়।
আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর মোহাম্মদ শাহজাহান আলী, রাজশাহী মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব এ্যাডভোকেট মাহমুদ হাসান জুয়েল, রাজশাহী মহানগরের সদস্য সচিব আব্দুল বাতেন বাবু, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি মহিবুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম,মহানগর গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আরজিস আলী রানা, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ অপূর্ব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।