f
খেলা

রাজশাহীতে দাপুটে জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ ইমার্জিং দল

আরিফ হোসেন: রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম ম্যাচে টানটান উত্তেজনায় ভরা এক রোমাঞ্চকর জয় পেলো স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক আকবর আলির নেতৃত্বে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান করে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০১ রান। সফরকারীদের হয়ে কনোর ইস্টারহিউজেন সর্বোচ্চ ৬৯ বলে ৭১ রানের কার্যকরী ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৯১ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। তবে ওপেনার রবিন ৮৯ বলে ৮৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন। রবিন মিয়ার আউটের পর মিডিল অর্ডারে ব্যাটিং এর হাল ধরে ক্যাপ্টেন আকবর আলি মাত্র ২৪ বলে ৪১ রানের এক ঝলমলে ইনিংসে জয়ের ব্যাবধান অনেকটাই কমিয়ে আনেন তিনি । শেষ দিকে রাকিবুল এবং তোফায়েল এর ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ফেলে টাইগাররা।
রবিনের ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, যার ফলে তিনি ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।

ম্যাচ শেষে অধিনায়ক আকবর আলি বলেন, “রবিন অসাধারণ খেলেছে। দল হিসেবেও আমরা একসাথে খেলে এই জয় ছিনিয়ে এনেছি।”

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ মে, একই ভেন্যুতে।

Back to top button