রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের বিরুদ্ধে বৃক্ষনিধন ও পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধ। জুলাই-৩৬ পরিষদ, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান।
রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপ কর্তৃক রাজশাহী টেক্সটাইল মিলসের শতাধিক বৃক্ষ নির্বিচারে কাটা এবং পুকুর ভরাটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া, রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমিতে অবৈধ পুকুর খননের প্রতিবাদে বুধবার (১০ মার্চ ২০২৫) রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
ফ্যাসিবাদ বিরোধী সংগঠন জুলাই-৩৬ পরিষদ, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীজুড়ে নির্বিচারে বৃক্ষনিধন ও পুকুর ভরাটের পাশাপাশি কৃষি জমিতে অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে। গত নভেম্বরে প্রাণ-আরএফএল গ্রুপ রাজশাহী টেক্সটাইল মিলসে প্রায় তিন শতাধিক বৃক্ষ নিধন করে এবং মিলের ভেতরের পুকুর ভরাট করে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এই কাজ চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খোর্দ্দকৌর মৌজার নিমাই বিলের কৃষি জমির ঘটনা তুলে ধরা হয়। ভুক্তভোগী ঈশিতা ইয়াশমিন বলেন, প্রভাবশালীরা রাতের অন্ধকারে স্কেভেটর মেশিন নামিয়ে তাদের পাকা ধানী জমি নষ্ট করেছে। প্রতিবাদ করায় জমির মালিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং ফসলের সেচের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। থানায় মামলা দায়ের করতে গেলে থানার ওসি ভুক্তভোগীদের গ্রেফতারের হুমকি দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই-৩৬ পরিষদের উপদেষ্টা তৌফিক পারভেজ এলাহী, আইনজীবী হোসেন আলী পিয়ারা, সবুজ সংহতি রাজশাহীর সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক প্রমুখ।
মানববন্ধন শেষে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করা হয়। স্মারকলিপিতে অবৈধ বৃক্ষনিধন ও পুকুর ভরাট বন্ধ, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান।