নিজস্ব প্রতিনিধি : মহান কারবালা প্রান্তরে মহানবীর (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ স্মরণে রাজশাহীতে পালিত হয়েছে ১০ মহরম বিশ্ব শহীদ দিবস। এ উপলক্ষে শোক মিছিল, পদযাত্রা, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
সকালে সাধারণ সম্পাদক আদিল ইমামের নেতৃত্বে উপশহর শিয়া জামে মসজিদ ও ইমামবাড়ী থেকে শিয়া ইশনা আশারীর পক্ষ হতে শোক মিছিল বেরকরা হয়।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে দরবারে মা খাতুনে জান্নাত (রহ আ.) তরিকায়ে নক্সাবন্দীর আয়োজনে একটি শোকের স্মরণ যাত্রা সকাল ৯ টায় শিরোইল কলোনি ৪ নং রোডের মাঝখান হতে রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক শহীদ হযরত তুকান শাহ্ (রহ. আ.) এবং হযরত শাহ্ মখদুম রূপোষ( রহ. আ.) এর রওজা মোবারকে গিলাফ পুষি অর্পণ ও মোনাজাত করা হয়। বাদ বাদ এশা হতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সার্বিক আয়োজনে ছিলেন পবিত্র আশুরা উদযাপন কমিটির প্রভাষক মো: শাহাদত হোসেন।