রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে জেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যেখানে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্সের চালক জাফর ইকবাল জুয়েল (৪৫), সুন্দরী রানী (৬৫) এবং আদরী রানী (৩৮)। জানা গেছে, সুন্দরী রানী স্ট্রোক করলে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।