রাজশাহী অঞ্চলে ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চলের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫৫০-৬০০ জন শিবির সাথীর উপস্থিতিতে শনিবার সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন জেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহায়মিনুন ইসলাম, রাজশাহী জেলা পূর্ব সভাপতি মো. রুবেল আলীসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী পূর্ব অঞ্চলের অন্যান্য নেতাকর্মী ।
সাথী সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা ইসলামিক আদর্শে বিশ্বাসী, তারা ছাত্রলীগের মতো কোনো আচরণ করবে না। ছাত্র শিবিরের সদস্যরা ছাত্রলীগের মত চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট দখল, দুর্নীতির মত অপকর্মে জড়িত হবে না। এ দেশকে পুনরায় ঢেলে সাজানোর জন্য ইসলামী ছাত্রশিবিরকে আরো বেশি সুসংগঠিত হতে হবে এবং যেখানে চাঁদাবাজি দুর্নীতি চলে সেখানে রুখে দাঁড়াতে হবে।
তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে পতন করে আমরা যে স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি তা অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত এবং জীবন দিতে প্রস্তুত থাকবে।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং সুনাগরিক গড়ে তোলার জন্য ছাত্রশিবিরের দাওয়াতি কার্যক্রম বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করে উক্ত সাথী সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।