নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথবাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৪/১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের সময় জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন শ্রমিক ভাইয়ের গাড়ি চালিয়েছেন। দেশের অর্থনীতিকে সচল ও নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে গাড়ি চলাতে গিয়ে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যারা গাড়িতে আগুন দিবে তাদেরকে গণধোলাই দিয়ে আইনের কাছে সোপর্দ করতে হবে। আগুন সন্ত্রাসের কারণে মৃত্যুবরণকারী শ্রমিকদের জন্য অর্থ সহায়তা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার সব সময় আপনাদের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সরকারের অংশ হিসেবে আমিও আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শপথ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযিম, কমিটির সদস্য, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, সদস্য সচিব এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য মোঃ ওয়ালিউল্লাহ জিয়া। এ সময় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথগ্রহণকারী রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ হলেন নবনির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সহ-সভাপতি রফিক ইসলাম পাখি, সহ-সভাপতি রজব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: গাজী, সহ-সাধারণ সম্পাদক আরিফ শেখ, কোষাধ্যক্ষ মো: জহুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস আলী, সাংগঠনিক সম্পাদক সুলতান ইসলাম, দপ্তর সম্পাদক মামুন হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ বাবু, প্রচার সম্পাদক গোলাম আযম জুলমত, সড়ক সম্পাদক সজিব আহমেদ, কাজিরুল ইসলাম সেলিম, রিংকু কুমার দাস, কার্যকরীর সদস্য মোঃ আলমগীর, সমর কুমার দাস, আমজাদ হোসেন, সজল হোসেন, সেলিম হোসেন, পারভেজ হক।