নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাত্রাতিরিক্ত রিকশা ভাড়ার অভিযোগ দীর্ঘদিনের। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ প্রতিবারই শোনা যায়। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে এবার ক্যাম্পাসে ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস এলাকার দূরত্ব হিসাব করে ভাড়া নির্ধারিত হয়েছে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত। নির্ধারিত ভাড়া কার্যকর করতে রিকশাচালকদের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে। আজ থেকে কার্যকর হবে এ নির্ধারিত ভাড়া।
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধি, রিকশাচালকদের প্রতিনিধিসহ অন্যান্যদের সাথে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে অ্যাকাডেমিক ভবনসমূহে ১০ টাকা, সৈয়দ আমীর আলী হল, নবাব আব্দুল লতিফ হল ও শাহ মখ্দুম হল পর্যন্ত ১৫ টাকা। শহীদ সোহরাওয়াদী হল, মাদার বখ্শ হল, শহীদ শামসুজ্জোহা হল, শহীদ হবিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হল পর্যন্ত ১৫ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মতিহার হল, শের-ই-বাংলা ফজলুল হক হল, মন্নুজান হল পর্যন্ত ১০ টাকা। বাকি সকল ছাত্রী হল পর্যন্ত ১৫ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া চারুকলা অনুষদ, কৃষি অনুষদ, বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার ও বন্ধভূমি, পূর্বপাড়া ও পশ্চিমপাড়া আবাসিক এলাকা পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
কাজলা গেট থেকে রিকশা ভাড়া:
কাজলা গেট থেকে মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবন, ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন ও রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরি পর্যন্ত ১০ টাকা ভড়া নির্ধারিত হয়েছে ।
সত্যেন্দ্রনাথ বসু (১ম বিজ্ঞান), ড. মুহম্মদ খুদরাত-ই-খুদা (২য় বিজ্ঞান), স্যার জগদীশ চন্দ্র বসু (৩য় বিজ্ঞান) ও ড. এম. এ. ওয়াজেদ মিয়া (৪র্থ বিজ্ঞান) অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১৫ টাকা এবং চারুকলা অনুষদ ও কৃষি অনুষদ ভবন পর্যন্ত ২৫ টাকা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী প্রশাসন ভবন, ব্যাংক ও বাসস্ট্যান্ড (পরিবর্তন চত্বর) পর্যন্ত ১০ টাকা নির্ধারিত হয়েছে।
শেরে বাংলা ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হল পর্যন্ত ১৫ টাকা। নবাব আব্দুল লতিফ হল, সৈয়দ আমীর আলী হল, শাহ মখ্দুম হল ও মেডিকেল সেন্টার পর্যন্ত ২০ টাকা। পশ্চিমপাড়া আবাসিক এলাকায় ১০ টাকা ও পূর্বপাড়া আবাসিক এলাকা পর্যন্ত ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হল পর্যন্ত ২০ টাকা। মাদার বখ্শ হল, শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ শামসুজ্জোহা ও বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন পর্যন্ত ২৫ টাকা। মন্নুজান হল পর্যন্ত ১০ টাকা ও বাকি অন্যান্য মেয়েদের হল পর্যন্ত ১৫ টাকা এবং বধ্যভূমি পর্যন্ত ৩০ টাকা।
বিনোদপুর গেট থেকে রিকশা ভাড়া:
বিনোদপুর গেট থেকে সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন (১ম বিজ্ঞান), ড. মুহম্মদ খুদরাত-ই-খুদা অ্যাকাডেমিক ভবন (২য় বিজ্ঞান), স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন (৩য় বিজ্ঞান) ও ড. এম. এ. ওয়াজেদ মিয়া (৪র্থ বিজ্ঞান) অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১৫ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবন, ড. মুহম্মদ শহীদুল্লাহ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১৫ টাকা ভাড়া করা হয়েছে।
নবাব আব্দুল লতিফ হল, সৈয়দ আমীর আলী হল, শাহ মখ্দুম হল ও মেডিকেল সেন্টার পর্যন্ত ১০ টাকা। মাদার বখ্শ, শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ শামসুজ্জোহা ও বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পর্যন্ত ১৫ টাকা ভাড়া করা হয়েছে। এছাড়া শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হল পর্যন্ত ২০ টাকা। শেরে বাংলা ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হল পর্যন্ত ১০ টাকা। চারুকলা অনুষদ ও কৃষি অনুষদ ভবন পর্যন্ত ২০ টাকা। সকল ছাত্র হলে ২০ টাকা, পশ্চিমপাড়া আবাসিক এলাকা পর্যন্ত ২৫ এবং পূর্বপাড়া আবাসিক এলাকা পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।
পশ্চিম পাড়া থেকে:
পশ্চিম পাড়া থেকে সত্যেন্দ্রনাথ বসু (১ম বিজ্ঞান), ড. মুহম্মদ খুদরাত-ই-খুদা (২য় বিজ্ঞান), স্যার জগদীশ চন্দ্র বসু (৩য় বিজ্ঞান) ও ড. এম. এ. ওয়াজেদ মিয়া (৪র্থ বিজ্ঞান) অ্যাকাডেমিক ভবন, চারুকলা অনুষদ ও কৃষি অনুষদ ভবন পর্যন্ত ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ছাত্রী হল থেকে অন্যান্য অ্যাকাডেমিক ভবন পর্যন্ত ১০ টাকা। ছাত্রী হল থেকে চারুকলা পর্যন্ত ২০ টাকা।
এদিকে শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হল, শেরে বাংলা ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হল পর্যন্ত ১০ টাকা। ছাত্র হল থেকে অন্যান্য অ্যাকাডেমিক ভবন পর্যন্ত১৫ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশাচালক ও শিক্ষার্থীদের সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। রিকশাচালকদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পোশাকেরও ব্যবস্থা করা হবে। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে আমরা আরও কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করব।