রাজশাহী মহানগরীতে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ রোধে র্যাব-৫ এর অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গত রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের নেতা মোঃ আব্দুল আউয়াল ডাকু আউয়াল ও তার সহযোগী মোঃ স¤্রাটকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ছিনতাই ও চাঁদাবাজ চক্রের মূলহোতা ও সক্রিয় আরো ০৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে মোঃ শান্ত ইসলাম, মোঃ জিসান হোসেন, মোঃ মাইন হোসেন আলিফ, মোঃ শাকিল খান, মোঃ নাইম ইসলাম, মোঃ শরিফুল ইসলাম সনি, মোঃ আকাশ হোসেন, মোঃ সোহাগ আলী ও মোঃ জীবন ইসলাম। এছাড়াও তাদের নিকট হতে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, ডাকু আউয়াল ও তার সহযোগী স¤্রাট এর নামে পূর্বেও একাধিক ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে। ছিনতাই ও চাঁদাবাজ প্রত্যেকেরই নামেই একাধিক মাদক, ছিনতাই ও চুরির মামলা রয়েছে। তারা সকলেই রাজশাহী মহানগরীর নামধারী ছিনতাইকারী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত। এছাড়া ধৃত মোঃ জীবন ইসলাম (২৬) এলাকার কথিত কিশোরগ্যাঁং লিডার নামে পরিচিত। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র্যাব-৫ এর এই আভিযানিক কার্যক্রম চলমান থাকবে।