f
ধর্ম

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ,সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার (২৯ মার্চ) এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছে। ফলে আগামীকাল রবিবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

এক মাস রোজা রাখার পর মুসলমানরা শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করেন, যা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে।

এদিকে, ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশগুলোতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়াতেও পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে। দেশটির ফতোয়া পরিষদ জানিয়েছে, সেখানে আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

Back to top button