মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হাঁসের ডিমের দাম উঠেছে ২২ হাজার টাকা, যা শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। বৃহস্পতিবার শবে কদরের রাতে মির্জাপুর বাজার জামে মসজিদে দান হিসেবে দেওয়া একটি ডিম নিলামে বিক্রি হয় এই অঙ্কে। স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনেছেন।
মসজিদ কমিটির সভাপতি মো. আউয়াল মিয়া জানান, নিলামের শুরুতে ডিমটির দাম ছিল ২০০০ টাকা, যা পরে ২২ হাজার টাকায় পৌঁছায়। নিলামে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই অর্থ মসজিদের শিশুদের কোরআন শিক্ষায় ব্যয় করা হবে।
জাহাঙ্গীর আলম বলেন, “ডিমটি কিনতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহর সন্তুষ্টি পেতে আমি এটি ২২ হাজার টাকায় কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখেরাতে কাজে দেবে।”
মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহম্মেদ চৌধুরী বলেন, “আগে মসজিদে নিয়মিত নিলাম হতো, যার টাকা মসজিদের উন্নয়নে ব্যয় করা হতো। বর্তমানে এই ধরনের নিলামের প্রয়োজন রয়েছে।”
একই দিনে মসজিদে অনুষ্ঠিত নিলামে ব্যবসায়ী আলতাব মিয়া ১ হাজার ৫০০ টাকায় একটি লেবু কিনেছেন।