জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে হাসপাতালগুলোতে। এখন আর চিকিৎসার জন্য অন্য জেলায় বা অন্য দেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।
রোববার মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১১তলা নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে ৩২ রকমের ওষুধ বিনামূল্যে সরবরাহ করে সরকার। জেনারেল হাসপাতালে দামি ওষুধ সরবরাহ করা হচ্ছে সমাজসেবা অফিসের মাধ্যমে। এ কারণেই আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবুল বাসার, পাবলিক পসিকিউটর সিকিউটর পল্লব ভাট্টাচার্য, চেম্বার অব কর্মাসের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধঁন প্রমুখ।