f
জাতীয়

সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে বিজিবির জন্য

সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস (টিয়ারশেল) সংগ্রহ করতে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সীমান্তে বিজিবি যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারছিল না, সেগুলির মধ্যে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করার পর, এই ধরনের সরঞ্জাম বিজিবির কাছে কেন নেই, সে বিষয়ে প্রশ্ন উঠেছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, এখন বিজিবিকে এই ধরনের সরঞ্জাম ক্রয় করার অনুমতি দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকলেও, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া, অবৈধভাবে বাংলাদেশে বসবাস করা বিদেশিদের বিষয়ে তিনি জানান, বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, যা পূর্বের ৪৯ হাজার ২২৬ জনের তুলনায় কম। তাদের অবস্থানের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি শেষ হয়ে যাবে।

Back to top button