নগর খবর ডেস্ক : বর্তমান সময়ে বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের আগে তিনি জানিয়েছিলেন, সেই আসর শেষে আর অধিনায়কত্ব করতে চান না। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, সাকিবের নেতৃত্ব না করাই ভালো।
গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, ‘সাকিব যদি করতে চায় তাহলে তো খুব ভালো। যেহেতু বিশ্বকাপে যাওয়ার আগে সাক্ষাৎকারে দেখেছিলাম সে আর একদিনও অধিনায়কত্ব (ওয়ানডেতে) করতে চায় না বিশ্বকাপের পরে। তো আমার মনে হয় আমাদের জোর না করাই উচিত। তাকে একদম ফ্রি খেলতে দেয়া উচিত তিন সংস্করণেই। যেহেতু সে রাজনীতিও করে, ব্যস্ত থাকবে। তাকে যদি শুধু খেলোয়াড় হিসেবে চিন্তা করে ক্রিকেট বোর্ড তাহলে বাংলাদেশের জন্যই ভালো।’
সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার প্রশংসা করে আশরাফুল বলেন, ‘যেহেতু ৬ মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, শান্ত ভালোও করছে। টেস্ট সিরিজটা দেখলাম, বিশ্বকাপে দুটি ম্যাচে এবং বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে অধিনায়কত্ব করেছে। অধিনায়কত্বটা সে উপভোগ করছে। আমার কাছে মনে হয় যে এমন একজনের হাতে এখনই দিয়ে দেয়া উচিত।'
সাকিবের যে খেলার সময়টা সেই সময়টা সে উপভোগ করুক। সেটাই আসলে দেশের জন্য ভালো হবে। অধিনায়কত্ব দেয়াটা মানে তার জন্য আলাদা একটা চাপ হয়ে যাবে। কারণ সে ওতটা সময়ও দিতে পারবে না।’-আরো যোগ করেন আশরাফুল।
এছাড়া সাকিবকে নিয়ে আশরাফুল বললেন, ‘সে সাম্প্রতিক সময়ে একটা সাক্ষাৎকারে বলেছে সে এখন বাংলাদেশকে সময় দেবে, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাদ দিয়ে দেবে। এটা একটা ইতিবাচক দিক। তারপরও অধিনায়কত্ব যেহেতু সে উপভোগ করে না সেই জায়গায় আমার মনে হয় না তাকে নিয়ে এত চিন্তা করা উচিত।’