f
জাতীয়

সাভারে মহাসড়ক অবরোধ, ১০ দিনের ঈদের ছুটি ও বেতন-বোনাসের দাবিতে

সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঈদের ছুটি ১০ দিন বাড়ানো, চলতি মাসের বেতন ও বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এই অবস্থানের ফলে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যা অফিসগামী যাত্রীদের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে।

আজ মঙ্গলবার সকালে হেমায়েতপুরের ঋষিপাড়ায় জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি ও বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করায় পুলিশ গতকাল ছয় শ্রমিককে আটক করে। আটকদের মুক্তি ও দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।

 

Back to top button