দেশিবিনোদন

সেই ‘গোপন গ্রুপ’ নিয়ে এবার মুখ খুললেন মৌসুমী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ নামে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটদুনিয়া। এখান থেকেই আন্দোলন নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে, যা দেখে শিউরে উঠছে সবাই।

এরই মধ্যে ‘গোপন গ্রুপ’ নিয়ে কথা বলেছেন ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরা। শুধু তাই নয়, কথা বলেছেন ‘আলো আসবেই’ গ্রুপে থাকা শিল্পীরাও। কেউ আবার গ্রুপে যুক্ত হওয়ার কারণে ক্ষমাও চেয়েছেন।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা মৌসুমী। সুদূর যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেত্রী বলেন, একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কি না তা নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে জনগণ তাকে ছুড়ে ফেলবে এটাই স্বাভাবিক। রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন, তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।

Back to top button