f
রাজনীতি

সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিলের ফাঁদে পা না দেওয়ার আহ্বান রাশেদ খানের

অনলাইন ডেস্কঃ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেওয়ার দাবি তোলার জন্য একটি বিবৃতি দেওয়ার আহ্বানও জানান।

আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। তিনি সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার অনুরোধ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, “সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভাল হবে না। বরং হিতে বিপরীত হতে পারে।”

তিনি উল্লেখ করেন, “সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিলো অপরিসীম। আমি বিশ্বাস করি, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা গণঅভ্যুত্থানের সময় জনগণের পক্ষে থাকবে। গুটিকয়েকের চেষ্টা কোনভাবেই সফল হবে না।”

রাশেদ খান আরও বলেন, “আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা বিবৃতি দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে সোচ্চার হন, মিছিল বা বিক্ষোভ করুন। কোনভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দিবেন না। গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায়, ধৈর্য্যের সঙ্গে নিতে হবে।”

তিনি সতর্ক করেন, “হঠকারিতার কারণে যেন জাতিকে চরম খেসারত না দিতে হয়। এবিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে এবং আশপাশের মানুষকে সতর্ক করুন।”

Back to top button