f
জাতীয়

স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধে আইএসপিদের জরুরি পদক্ষেপ: বিটিআরসি’র নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে-চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে। বিটিআরসি আগামী ২৯ মার্চের মধ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কাছ থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে জানাতে বলেছে।

সম্প্রতি বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন শাখার উপপরিচালক মো. হাসিবুল কবিরের সই করা চিঠিতে বলা হয়েছে, কিছু আইএসপি অনুমোদিত বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটরদের পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে ক্লিন ফিডবিহীন অবস্থায় ইন্টারনেট কানেকশনে প্রদর্শন করছে।

এছাড়া, কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একই কার্যক্রম চলছে, যার ফলে বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেডের সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা কমে যাচ্ছে।

আইএসপিদের এই অবৈধ কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ৭৩ নম্বর ধারা এবং আইএসপি গাইডলাইনের অনুচ্ছেদ ৭.৬-এর লঙ্ঘন।

বিটিআরসি আইএসপি প্রতিষ্ঠানগুলোকে পাইরেসি ও ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে এবং ২৯ মার্চের মধ্যে বিটিআরসিকে জানাতে বলেছে।

চিঠিটি আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং সব আইএসপিদের (জাতীয়, বিভাগীয়, জেলা, থানা পর্যায়) পাঠানো হয়েছে।

Back to top button