সম্প্রতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এর বিরুদ্ধে তিস্তা নদীর চরে ৪ নং ওয়ার্ডের আর্দশ গ্রামের নামে সরকারের দেয়া কবুলিয়ত কৃত ৫ একর জমি বিভিন্ন অজুহাতে দখলে নেয়ার অভিযোগ তুলে উদ্ধারে আর্দশগ্রাম ও এলাকাবাসি মানব বন্দন কর্মসুচী পালন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে হলদীবাড়ী গ্রামে অবস্থিত খাস জমির উপরে ১৯৯২ ইং সালে তৎকালীন সরকার আর্দশ গ্রাম নামে গৃহ নির্মান প্রকল্প বাস্তবায়ন করেন।
পরর্বতীতে উক্ত নির্মীত গৃহে ৩ শত আশ্রয়ও ভুমিহীন পরিবারকে কবুলিয়ত মুলে পুণঃবাসন করেন। একই সাথে পুনঃবাসিত পরিবার সমুহের প্রয়োজনে পুকুর খননের জন্য ১৯০ একর জমি বিদ্যালয়ের জন্য, '৫০ একর নামাজ ঘড়ের জন্য ২০ ও কবরস্থানের জন্য ২০ একর সহ মোট ৫ একর খাস জমি কবুলিয়ত সম্পাদন করে দেন। এমতাবস্থায় ২/৩ বছর যেতে না- যেতে সংশ্লিষ্ঠ ইউ পি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত প্রকল্প।
সমুহ বাস্তবায়ন করার অজুহাতে নিজ দখলে নিয়ে দীর্ঘদিন যাবত ধান ভুট্রা সহ বিভিন্ন ফসল উৎপাূন করে আত্বসাত করে আসছে। বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত তার দলীয় প্রভাবে একাধীকবার অভিযোগ আবেদন করাহলেও কর্তৃপক্ষ কোন দিন আমলে নেয়নি। উক্তজমি উদ্ধারের দাবি জানিয়ে ঐ এলাকা ও আর্দশগ্রাম বাসি মানব বন্দন কর্মসুচীপালন করেন।