f
আন্তর্জাতিক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধানের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ

নগর খবর ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের প্রধান (প্রেসিডেন্ট) ডক্টর ক্লাউডিন গে-এর বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠেছে।

তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘ডক্টর ক্লাউডিন তার প্রবন্ধটি আপডেট করবেন এবং উদ্ধৃতিতে যে অপর্যাপ্ততা রয়েছে সেটি ঠিক করবেন।’

ডক্টর ক্লাউডিনের বিরুদ্ধে কংগ্রেসের যে কমিটি তদন্ত করছে সেটির নেতৃত্বে রয়েছেন রিপাবলিকান পার্টির ভার্জিনিয়া ফক্স। তিনি জানিয়েছেন, শিক্ষার্থী ও স্টাফরাও এ ধরনের কিছুর সঙ্গে জড়িত কিনা সেটি দেখা হবে।

হার্ভার্ড যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে সরকারের কাছ থেকে প্রতি বছর কয়েকশ মিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে এটি। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ৫০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।

Back to top button