f
জাতীয়

১৪৭ পুলিশ বদলিতে ইসির সম্মতি

নগর খবর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭৯ ইন্সপেক্টরসহ পুলিশের ১৪৭ সদস্যকে বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে এই তথ্য জানিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭৯ ইন্সপেক্টর ও উপ-পরিদর্শকসহ ৬৩ পুলিশ সদস্য বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন। এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রস্তাবে ইসি সম্মতি দিয়েছে। আর একজন উপ-পরিদর্শককে বদলির নির্দেশনা দিয়েছে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Back to top button