f
জাতীয়

সারাদেশে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কয়েকজন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় এ কর্মসূচি স্থগিত করেন তারা।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চিকিৎসকরা।

এদিকে ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সচিবালয়ে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেয়ার অনুরোধ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, আপনারা শাটডাউন তুলে নেন। মানুষের সেবা করার জন্য এসেছেন। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছেন। আবারো উজাড় করে দেন।

ঢামেকে চিকিৎসকদের ওপর রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে সারাদেশের শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন চিকিৎসকরা। তবে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এরপরই আন্দোলনরত চিকিৎসকরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এ হামলার ঘটনায় এরই মধ্যে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতো হয়নি তাদের জন্যও আরেকটি তদন্ত কমিটি করেছি।

উল্লেখ্য, গত শনিবার রাতে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

Back to top button