২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) পৌর শহরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম উত্তরপাড়া এলাকার দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও তার মেয়ে আসমা আক্তার (২৩)।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, নৌ পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ২০ কেজি গাঁজা নিয়ে মাদক কারবারি রিনা ও তার মেয়ে আসমা উপজেলার পান্থশালা খেয়াঘাট এলাকায় নামেন।
সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে রায়পুরা পৌর শহরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য চার লাখ টাকা। মাদক কারবারি রিনা ও তার মেয়ের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।