আন্তর্জাতিক
কিয়েভকে ৫.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের পুর্ব অনুমোদিত বরাদ্দ থেকে ৫.৫ বিলিয়ন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি হিসেবে আমি এই ৫.৫ বিলিয়ন ডলার অনুমোদন করেছি, যাতে আমার প্রশাসন ইউক্রেনকে মার্কিন সামরিক সরঞ্জমাদি সহায়তায় কংগ্রেসের বরাদ্দকৃত তহবিল পুরোপুরি ব্যবহার এবং অতঃপর মার্কিন মজুদ পুনরায় পূরণ করতে পারে।’ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পেন্টাগনের কাছে ইউক্রেন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির ৫.৯ বিলিয়ন ডলার অবশিষ্ট ছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে, কিয়েভে আরও অস্ত্র সরবরাহে পরিস্থিতির কোনো হেরফের হবে না, বরং সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে।