f
জাতীয়

বাংলাদেশে একতার রাজনীতি প্রতিষ্ঠা করব: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি চলমান রয়েছে, যা উচ্ছেদ করে একতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন এই দলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন হাসনাত।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে ঠিক হবে না; এটি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। সংসদে কারা যাবেন, তা খেটে খাওয়া মানুষের হাতে থাকবে।” তিনি আরও উল্লেখ করেন, “গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে গড়ে উঠতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে এবং আমরা স্বাধীন পুলিশ ও বিচার বিভাগ গড়তে পারিনি।”

তিনি তরুণদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আমরা এই বাংলাদেশকে গঠন করব। বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না।” হাসনাত বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যম নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, যেখানে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে এবং মত ও দ্বিমতের স্বাধীনতা থাকবে।”

অনুষ্ঠানে দলের নেতৃত্ব ঘোষণা করা হবে, যেখানে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হবে। স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণ-তরুণীরা এই নতুন রাজনৈতিক দলের উদ্যোক্তা।

Back to top button