f
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। রোববার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক গোলাম মোস্তফা, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুসা নাজুল বাপ্পি, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক প্রমুখ।

বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকেন। তাই ভোটার হওয়ার সময় সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করা উচিত।

Back to top button