f
রাজনীতি

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানে একাত্তরের স্পিরিট পুনরুজ্জীবিত: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। লাখো শহীদের রক্তের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায়বিচার ও অধিকারের জন্য।”

তিনি আরও বলেন, “সেই উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম, এর ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান। আমরা মনে করি, আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, বারবার যা বেহাত হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে জনগণকে আর যেন রক্ত দিতে না হয়, এমনটাই আমাদের প্রত্যাশা এই দিনে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। একাত্তরে আমরা যা চেয়েছিলাম, সেটি ৫৪ বছরে অর্জিত হয়নি বিধায়, ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল, তাই আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে।”

এনসিপি আহ্বায়ক বলেন, “একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল, চব্বিশে আমরা বৈষম্যহীন সমাজের কথাই বলছি। যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। আমরা মনে করি তারা চব্বিশের গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। নতুন তরুণরা যে বার্তা নিয়ে এসেছেন, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না।”

এ সময় দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Back to top button