f
আন্তর্জাতিক

আফগান দূতাবাস হস্তান্তর ও মার্কিন দূতাবাস পুনরায় চালুর আলোচনা চলছে

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি কাবুল সফরকারী আমেরিকান প্রতিনিধি দলের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এখন তত্ত্বাবধায়ক সরকার ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

মুজাহিদ আল আরাবিয়াকে বলেন, “আমেরিকায় আফগান দূতাবাস হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। এটি বোঝাপড়ার শুরু মাত্র।” তিনি উল্লেখ করেন যে, মার্কিন প্রতিনিধিরা কিছু বিষয়ে আলোচনা করে দেশে ফিরে গেছেন এবং এখন তাদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের অধ্যায় বন্ধ করেছে এবং দেশটির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। কাবুল ও ওয়াশিংটনের মধ্যে আস্থা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানাই মনে করেন, “দোহা চুক্তির একটি অংশ বাস্তবায়িত হলেও আন্তঃআফগান আলোচনা এখনো সম্পন্ন হয়নি। এই প্রক্রিয়াটি সম্পন্ন করা জরুরি, কারণ তা হলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন আমাদের জন্য আরো সহজ হবে।”

 

Source
তোলো নিউজ
Back to top button