মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ঐতিহাসিক সেতু, ক্ষয়ক্ষতির আশঙ্কা


মিয়ানমারে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭, এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৬.৪। এই ভয়াবহ ভূমিকম্পের ফলে মিয়ানমারের ইরাবতী নদীর ওপর নির্মিত ঐতিহাসিক আভা সেতু ধসে পড়েছে।
সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানায়, ৯১ বছর বয়সী এই সেতুটি, যা পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত, মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর ওপর বিস্তৃত। ব্রিটিশদের দ্বারা নির্মিত এই সেতুর ধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, রাজধানী নেপিদো এবং মান্দালয় শহরের বেশ কিছু ভবনও ভেঙে পড়েছে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) সকালে মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উপকেন্দ্র ছিল মান্দালয়ের কাছাকাছি।