f
আন্তর্জাতিক

গাজা গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

গাজা উপত্যকায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ দিন সবাইকে ক্লাস ও কাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ফেসবুকসহ একাধিক সোশ্যাল মিডিয়ায় এই ডাক দিয়েছেন বিশ্বের লাখো মানুষ।

বাংলাদেশের মানুষও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এ অবরোধ সম্পর্কে পোস্ট করেছেন অনেকে এবং দেশজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালনের ওপর জোর দিচ্ছেন তারা।

এই সংক্রান্ত একটি গ্রাফিক্স কার্ড ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে অবরোধের ডাক দেওয়া হয়েছে। বলা হয়েছে, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

ইসরায়েলের ভয়ংকর নৃশংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ জোরাল করতে এটি পালনের আহ্বান করা হয়েছে।

Back to top button