আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে অসহযোগ আন্দোলন, শিক্ষার্থীদের রেলপথ ব্লকেডের ঘোষণা


ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা দিয়েছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, যারা আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও গুলি ছোড়ার প্রতিবাদে এবং ছয়দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে দিনভর অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। তিনি জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অসহযোগ আন্দোলন করা হবে।
শিক্ষার্থীরা জানান, কর্মসূচির বিস্তারিত তথ্য ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
জুবায়ের পাটোয়ারী বলেন, “আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি, অথচ আমাদের ভাইদের গুলি করা হয়েছে; রক্ত ঝরেছে। সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা প্রিন্সিপালকে সরিয়ে দেওয়ার দাবি করেছি, কিন্তু সরকার তা করতে পারেনি।”
তিনি আরও বলেন, “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও হামলা হয়েছে। একজন প্রিন্সিপালকে সরাতে সারাদিন লাগলে তারা দেশ চালাবেন কীভাবে?”