রাজশাহীরাজশাহী মহানগর
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি মানবিক বুদ্ধিমত্তার পুরস্কার


রাজশাহী নগর ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি মানবিক সফলতার গল্প-চুরি হয়ে যাওয়া নবজাতক উদ্ধার হয়েছে সুযোগ্য পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক স্যারের নির্দেশনায়। এটি ছিলো ডিবি কং মাহফিজ এর বুদ্ধিমত্তার পুরস্কার।
ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ আজ ৩১ জানুয়ারি, ২০২১ তারিখে আরএমপি, ডিবি টিম এর এসি মোঃ রাকিবুল ইসলাম, এসআই মোঃ ছয়ফুল ইসলাম এবং কন্সটবল মোঃমাহফিজুর রহমান কে তাঁর অফিসে পুরষ্কৃত করেন।
রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরির এক দিনের মধ্যেই উদ্ধারে গুরুত্বপূর্ণ পেশাগত ও সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতি এই পুরষ্কার।এটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সফলতার গল্প। আরএমপির পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের পরিকল্পনায় নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার প্রত্যয়ে লাগানো সিসি ক্যামেরায় প্রথম ধরা পড়ে বাচ্চা নিয়ে যাওয়ার ছবি। যা বিশ্লেষণ করেই ধরা পড়ে অপরাধী এবং বাচ্চাটি ফিরে পায় তার শোকাতুর মায়ের কোল।