রাজশাহীরাজশাহী মহানগর
RAB-5 রাজশাহী কর্তৃক ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহী নগর ডেস্কঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, RAB-5, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩১/০১/২০২১ ইং তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১১নং ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামস্থ ওয়ার্ড নং-২ এর জনৈক মোঃ মান্নান, পিতা-মৃত নইমুদ্দিন, সাং-তেররশিয়া এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল সেট-০৩টি, সীমকার্ড-০৪টি এবং মেমোরী কার্ড-০২টি সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ সারোয়ার জাহান (২৪), পিতা-মোঃ দুরুল হুদা, মাতা-মৃত শাবানা বেগম, সাং-মালবাগডাঙ্গা, ওয়ার্ড নং-০৩, আসামী ২। মোঃ সোহেল রানা (২৩), পিতা-মোঃ আনারুল ইসলাম, মাতা-লুসি আরা বেগম, সাং-সোনাপট্টি, ওয়ার্ড নং-০৫, উভয় ইউপি-১২ চরবাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয় ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক মুক্ত সমাজ গড়ুন।