খবররাজনীতি খবর

বঙ্গবন্ধুকে কটূক্তিঃ ২ বছর কারাদণ্ড তারেক রহমানের

নগর ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মানহানির মামলায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এই রায় ঘোষণা করেন। মামলায় তারেক রহমানকে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়। তবে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

মামলাটি ৫ বছরের বেশি সময় ধরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন। আসামি তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, আওয়ামী লীগের সক্রিয় কর্মী বেন্দারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। তারেক রহমানের এই বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণের এক হাজার কোটি টাকার মানহানি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

সূত্রঃ ডিবিসি নিউজ

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button