বিদায় শীতের আবহাওয়া আগামী ১০ দিন যেমন থাকবে


আবহাওয়া ডেস্কঃ শীত বিদায় নেওয়ার পথে। রাজধানীসহ সারাদেশে তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে। তবে সকালে কিছুটা শীত অনুভূত হয়, যা পরবর্তী কয়েক দিন থাকবে।
এ ছাড়া আগামী ১০ দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে, খুব সামান্য পরিমাণে বাড়া-কমার মধ্যে থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।