আন্তজাতিক খবর
৭০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ (ভিডিও)


আন্তর্জাতিক নগর ডেস্কঃযুক্তরাষ্ট্রের টেক্সাসে একই সঙ্গে ৭০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৫ জন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্টওর্থ এলাকার একটি মহাসড়কে প্রথমে ফেডএক্স-এর দুটি লরি উল্টে যায়। এর পর পেছন থেকে দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি। পরে রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়।
খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।