লালমনিরহাট

হাতীবান্ধা হাসপাতালে সাংবাদিকের সঙ্গে ডাক্তারের অশোভনীয় আচরণের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধিঃ বুধবার (১৭ফেব্রুয়ারি) লালমনির হাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দায়িত্বে নিয়োজিত ডাঃ মিনতিয়াজ কবীর এর চেম্বারে সাংবাদিক মোঃ কাজী আলতাব হোসেন তার অসুস্থ শাশুড়ি ছামিনা বেগম কে চিকিৎসা নিতে গেলে উক্ত ডাঃ মিনতিয়াজ কবীর আকস্মিক ভাবে রেগে উত্তেজিত হয়ে সকল রোগিদের কে অশোভনীয় আচরণ করেন।
এসময় সাংবাদিক কাজী আলতাব হোসেন পরিচয় দিয়ে অসুস্থ শাশুড়ি কে পরিক্ষান্তে চিকিৎসা সেবা প্রদানের দাবী জানান। পরিতাপের বিষয় ডাঃ মিনতিয়াজ কবীর সাংবাদিকের রোগীর চিকিৎসা করবে না বলে উচ্চ স্বরে চিৎকার করে( রোগী) শাশুড়িকে সহ সাংবাদিক কাজী আলতাব হোসেন কে তার চেম্বার থেকে বেরিয়ে যেতে বলেন।

একই সাথে সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন অশোভনীয় মন্তব্য করেন তিনি। এক পর্যায়ে উক্ত চিকিৎসকের গলাবাজি শুনে উপস্থিত কোভিড ১৯ এর টিকা নিতে আসা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং অন্যান রোগীদের ভীড় জমে উঠে। যাহা দেখে চিকিৎসক মিনতিয়াজ কবীর কোন রোগীর চিকিৎসা করবে না বলে চেম্বার থেকে বেরিয়ে যান। এসময় উপস্থিত অনেকেই মন্তব্য করে বলেন হয়তো বা চেম্বারে ডাঃ মিনতিয়াজ টাকা নিয়ে রোগী দেখছিলেন সেখানে সাংবাদিক থাকলে ভাল দেখায় না , তাই সাংবাদিকের সাথে এমন আচরণ করেছেন তিনি। এমত অবস্থায় নিরুপায় হয়ে সাংবাদিক কাজী আলতাব হোসেন এই মর্মে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাঈম আহম্মেদ এর নিকট লিখিত অভিযোগ করে সুষ্ঠ বিচার দাবী জানিয়ে অসুস্হ্য শাশুরীকে চিকিৎসা বিহীন অবস্থায় ফেরত নিয়ে যান।

লালমনিরহাট/লুৎফর

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button