রাজশাহীর পুঠিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে টুম্পা খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিহত ও তার স্বামীসহ ২ জন আহত হয়েছেন। নিহত গৃহবধূ পুঠিয়া উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শ্যামার স্ত্রী। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহতের স্বামী মোহাম্মদ শ্যামা ও বিড়ালদহ টোনাপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে সাব্বির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল পাশাপাশি চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ওই গৃহবধূ মোটরসাইকেল থেকে সড়কের মধ্যে ছিটকে পড়ে যায়। আর পেছন থেকে আসা নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই মোটরসাইকেল চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত