ঢাকা
আত্মহত্যা করেছেন এক করোনা রোগী


রাজধানীর মুগদা হাসপাতালের ছাদ (১১ তলা) থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক করোনা রোগী। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আসিফ ইকবাল সনি (৫০) রাজধানীর নিউ ইস্কাটনে থাকতেন। আত্মাহত্যার আগে একটি চিরকুট লিখে যান ওই ব্যক্তি। তিনি কোভিড বিভাগের ১১০৬ নং কেবিন চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত আসিফ মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন। স্বজনদের অধিকাংশই আমেরিকান প্রবাসী। শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কোনো এক ফাঁকে ছাদে গিয়ে ঝাঁপ দেন আসিফ। অাত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখে যান, আমার মৃত্যুর পর মরদেহ যেন ইসলামী শরীয়ত অনুযায়ী দাফন করা হয়। এছাড়া স্বজনদের কয়েকজনের নাম্বার ছিলো। কিন্তু কেউ এখন মরদেহ নিতে চাচ্ছে না। ফলে লাশটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।