আন্তজাতিক খবর

৪০টি করোনা রোগীর মরদেহ গঙ্গা নদীতে ভেসে এসেছে

উত্তর ভারতের গঙ্গা নদীতে কমপক্ষে ৪০টি মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, তারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকতে পারেন।

সোমবার (১০ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এতগুলো মরদেহ কোথা থেকে এবং কীভাবে সেখানে এসেছে তা পুরোপুরি স্পষ্ট নয়।

বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের সীমান্তের কাছে গঙ্গা নদীতে এই মরদেহগুলো ভেসে আসতে দেখা যায় বলে নিশ্চিত করেছে বিবিসি।

তবে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেখানে প্রায় শতাধিক মরদেহ পাওয়া গেছে এবং মরদেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে, সেগুলো বেশ কয়েকদিন ধরে নদীতে ভাসমান অবস্থায় ছিল।

এক সরকারি কর্মকর্তা অশোক কুমার বিবিসিকে বলেন, মরদেহগুলো প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ থেকে ভেসে আসার সম্ভাবনা রয়েছে। যাই হোক, মরদেহগুলো অবশেষে দাহ বা সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, মরদেহগুলো পচে ফুলে গেছে। এদের অবস্থা দেখে ‘আংশিকভাবে পোড়া’ মনে হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button