তথ্য-প্রযুক্তি খবর

পানিতে স্মার্টফোন ভিজে গেলে করণীয়

বর্তমানে স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। কিন্তু বৃষ্টিতে বা যেকোনোভাবে এটি ভিজে যেতে পারে।

ফোন পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন৷ যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে৷ বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে৷ এতে ফোনে থাকা সমস্ত ডেটা নষ্ট হয়ে যায়৷

ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন৷ ফোনের ভেতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন৷

সিম কার্ডও বের করে রাখুন৷ এরপর ফোনের ভেতর ভালো করে মুছে ফেলুন৷ তারপর সিম কার্ড ইনসার্ট করুন৷ ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন৷

ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না৷ হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলো গলে যেতে পারে৷ এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন৷ যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে৷

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button