রাজশাহী ফ্লাইওভারে ঈদ উদয্যাপনে মানুষের ভিড়


রাজশাহীর সিটি কর্পোরেশনের ৩০ নাম্বার ওয়ার্ডের বুধপাড়া রেল ক্রসিং ফ্লাইওভারে ঈদের প্রথম দিনে অসংখ্য মানুষের ভিড় ঈদ উদয্যাপনের জন্য।
যেহেতু দেশের চলমান লকডাউন, লকডাউনের কারণে রাজশাহীর বিভিন্ন বিনোদন স্পট গুলো বন্ধ থাকায় মানুষের ঘোরা ফেরার জায়গা তেমন নেই। কিন্তু মানুষের মধ্যে ঈদ আনন্দের উল্লাস কিন্তু কমেনি। যদিও করোনা কাল সরকার ঘোষিত লকডাউন চলছে সামাজিক দ্রুত মেনে মুখে মাস্ক লাগিয়ে ঘর থেকে বের হওয়ার কথা কিন্তু ইসলাম ধর্মের অনুসারীদের প্রতি বছর আসে রোজার একটি ঈদ, একটি আনন্দময় মুহূর্তে তারা এই দিনটি পালন করে।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে কাঙ্খিত এই, ঈদ উল ফিতর। এই আনন্দ যাপনে করোনা যেন হার মেনে গেছে। করোনার প্রকোপ কিন্তু দিনে দিনে বাড়ছে। ফ্লাইওভারে ঘুরতে আসা মানুষের মাঝে নেই করোনার ভয় ভীতি বা করোনা যে এত দ্রুত বাড়ছে এ রকম কোনো ছাপ নেই তাদের মাঝে। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশির ভাগ মানুষের মুখেই মাস্ক নেই। থেমে নেই ঈদ আনন্দের এই উল্লাস।
ভিডিওঃ রাজশাহী ফ্লাইওভারের মানুষের ভিড়
ফাইসাল/ ন.টি