রাজশাহী মহানগর
অতিরিক্ত মদ পান করে রাজশাহী নগরীতে এক চা দোকানদারের মৃত্যু


রাজশাহী নগরীতে অতিরিক্ত মদ পান করে সেলিম রেজা(৪৫) নামের এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধা সাড়ে ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সেলিম রেজা চন্দ্রিমা থানাধীন হজর মোড় এলাকার মৃত শমসের আলীর ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সন্ধার পর মোড়ের ওপর বমি করছিলেন সেলিম রেজা। এসময় তার শারিরীক অবস্থা অতিরিক্ত খারাপ হলে হাসপাতালে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। স্থানীয়রা আরও বলেন, সেলিম রেজা বমি করার সময় তার মুখ থেকে এলকোহলের গন্ধ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপান করায় তার হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে সে মৃত্যুবরণ করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘মারা যাওয়া রোগী সেলিম রেজা অতিরিক্ত মদ পান করেছিল বলে প্রাথমিক ভাবে নমুনা পাওয়া গেছে।