হাতীবান্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার শুভ উদ্বোধন করলেন -মোতাহার হোসেন এম পি


লুৎফর রহমান লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে, গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার এর শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহার হোসেন।
শনিবার ১২ জুন ২০২১ সকাল ১০.ঘটিকায় নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারটি শুভ উদ্বোধন শেষে, জনাব আতাউর রহমান প্রধান শিক্ষকের সভাপতিত্বে স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন,মোতাহার হোসেন এম পি।তিনি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার গত দুই বৎসরে গড্ডিমারী ইউনিয়নে প্রায় ৩০ কোটি টাকার কাজ হয়েছে। বাকী কাজ গুলো দ্রুত করা হবে।
তিনি প্রয়াত চেয়ারম্যানের স্মৃতি চারণ করে বলেন ডাঃ আতিয়ার রহমানের মত সাহসী দ্বিতীয় কেউ নেই। তাঁরই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দৃঢ়ভাবে চেয়ারম্যানকে নির্দেশ দেন।
তিনি জনগণকে করোনাকালীন স্বাস্হ্য বিধি মেনে মাস্ক পরার পরার্মশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, আবু বক্কর সিদ্দিক শ্যামল, চেয়ারম্যান ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ তিনি বলেন বাবা দেওয়া এই শহিদ মিনারটি এলজিএসপি বরাদ্দ থেকে করা হল তিনি সবার কাছে দোয়া কামনা করেন। গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এলিজা বেগম,সাবেক ইউনিয়ন চেয়ারম্যান খাদেমুল বসুনিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক উমর আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাত্রলীগ,যুবলীগ,এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।