খবর
ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন ব্রাজিলের নেইমার


যুগে যুগে অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে ব্রাজিল। সবার মাঝে সেরা ধরা হয় পেলেকে। দলের পক্ষে সর্বাধিক গোল করেছেন তিনি। এর পাশাপাশি এতদিন সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছিল তার নামে। তবে তাকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন নেইমার জুনিয়র।
চলমান কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পেলের রেকর্ডটি ভেঙেছে নেইমার। টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত ব্রাজিলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল পেলের। জাতীয় দলের হয়ে তিনি গোলে মোট ৪৭বার সহযোগিতা করেছেন।
বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অ্যাসিস্ট করে পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন নেইমার। বর্তমানে এই তারকার অ্যাসিস্ট ৪৮টি। এর পাশাপাশি গোল সংখ্যাতেও পেলের রেকর্ড ভাঙার পথেই এগোচ্ছেন তিনি।
নেইমারের রেকর্ড ভাঙার দিনে জয় পেয়েছে ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের আরো একটি শিরোপা জয়ের পথে বেশ ভালোভাবেই আছে সেলেসাওরা।