ক্যাম্পাসরাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষা খবরসারা বাংলা

সান্ধ্যকালীন আইন বাতিল চেয়ে রাবি ছাত্রীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে মেয়েদের হলে ফিরতে হবে। কিন্তু ছাত্রীরা বলছেন, ক্লাসের পরেও অ্যাসাইনমেন্ট, ব্যক্তিগত নানা কাজ থাকে। পাশাপাশি আড্ডা, বিনোদন, সাংস্কৃতিক চর্চাও জরুরি। এসব কাজ সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করা সম্ভব না। এরপর হলে ফিরলে কর্তৃপক্ষ বাজে আচরণ করে। কখনও কখনও ঢুকতে দেয় না।আর এই বিধিনিষেধ কেবল মেয়েদের হলে, ছেলেদের হলে যেকোনো সময় ঢোকা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে সান্ধ্য আইন বাতিলের দাবিতে বিক্ষোভে নামে সাধারন ছাত্রীরা।

বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়ায় তাপসী রাবেয়া হলের সামনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এ বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা।

তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী রুকাইয়া বলেন, ‘হল কর্তৃপক্ষ সান্ধ্যকালীন আইন করেছে। সেখানে আমাদের সন্ধ্যা ৭টার মধ্যে হলে ঢোকা বাধ্যতামূলক করেছে। আমাদের টিউশনি করাতে হয়, আরও বিভিন্ন প্রয়োজনে সন্ধ্যা ৭টার মধ্যে হলে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ‘এর মধ্যে হলে প্রবেশ করতে না পারলে আমাদের হলের বাইরে থাকতে বলে। এ কারণে এই আইন বাতিল করতে আমরা আন্দোলন করছি।’

এ বিসয়ে অারেক শিক্ষার্থী সুমাইয়া রহমান বলেন, ‘হলের গণরুমে যেসব ছাত্রী থাকে তাদের হল ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক করেছে হল কর্তৃপক্ষ। হলের খাবার খারাপ, বাসি। যা খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর হলে ডাইনিংয়ে যারা কাজ করে তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

সূএ বাংলার জনপদ

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button