রুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ডা. অর্ণা জামান


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটের) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুস্বাস্থ্যে কামনা এবং সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে সুপেয় খাবার পানি ও বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
শনিবার (১৩ নভেম্বর) সকালে রুয়েট শাখা ছাত্রলীগের আয়োজনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও বিনামূল্যে জরুরী চিকিৎসা সেবা প্রদান করেন ডা. অর্ণা জামান।
এসময় উপস্থিত, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু, সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু, সহ সভাপতি, রিয়াদ আরেফিন খান, ওসমান হায়দার তমাল, ফাহমিদ লতিফ লিয়ন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম জিতু, আপ্যায়ন সম্পাদক প্রনয় সাহা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।